Feature NewsNewsএই মুহূর্তেত্রিপুরা

ফের ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি, ক্ষোভ

ত্রিপুরা, ২৭ অক্টোবর‌ : নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে অবস্থা শোচনীয় সাধারণ মানুষের। রান্নার গ্যাস, কেরোসিন তেল থেকে শুরু করে শাক সবজির পর এবার ফের ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির ফলে প্রচণ্ড সমস্যায় পড়েছে গৃহকর্তারা। করোনাকালে ভোজ্য তেলের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছিল। পরবর্তীতে ভোজ্য তেলের দাম কিছুটা কমলেও ফের সম্প্রতি ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে।

সমস্ত ধরনের ভোজ্য তেলের মূল্য প্যাকেট প্রতি পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ।

অন্যদিকে বাজারের উপর সরকারী নিয়ন্ত্রণ না থাকায় রাজ্যের বিভিন্ন মহকুমার বিভিন্ন স্থানে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। অভিযোগ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গুদামে প্রচুর পরিমাণ তেল মজুত রেখে তেলের সঙ্কট দেখিয়ে চড়া দরে ভোজ্য তেল বিক্রি করছে। হঠাৎ করে ফের ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি ঘটলেও তেমন কোনও ভূমিকা নেই প্রশাসনের। রাজ্যবাসী রান্নার গ্যাস, কেরোসিন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ করার জন্য এবং সমস্ত বাজারে একই দামে দ্রব্য সামগ্রী বিক্রির ব্যবস্থা করার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *