বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে জিবি’র বেসরকারি কর্মীদের বিক্ষোভ
ত্রিপুরা, ১৭ নভেম্বর : বকেয়া পারিশ্রমিকের দাবিতে জিবি হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষী কর্মীদের বিক্ষোভ। অবিলম্বে প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার দাবিতে এসআইএস অফিসের ম্যানেজিং ডিরেক্টরকে ঘেরাও করে বিক্ষোভকারীরা। পরে আগামী ১৫ দিনের সময়সীমা বেঁধে দিলে ঘেরাও প্রত্যাহার করে নেয় নিরাপত্তা কর্মীরা।
এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আইনি দ্বারস্ত হওয়ারও হুমকি দিলেন তারা।
রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল জিবির নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়োজিত রয়েছে প্রচুর সংখ্যক বেসরকারি নিরাপত্তা কর্মী। দিনরাত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই ন্যূনতম পারিশ্রমিকের বিনিময়ে কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছে। কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করে আসলেও, নেই সঠিক ন্যায্য পারিশ্রমিক। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এস আই এস নামে একটি বেসরকারি সংস্থা। যার তত্ত্বাবধানে কয়েকশো কর্মী কাজ করে চলেছেন সেখানে। আর এই কর্মীরা বেসরকারি সংস্থাটির কাছে পারিশ্রমিক হিসাবে পাওনা রয়েছেন হাজার হাজার টাকা। বারবার এই টাকার দাবি তারা জানিয়ে আসলেও কোন সুফল নেই।