Feature NewsfleshNewsভারত

বঙ্গে নতুন ভাইরাস

ত্রিপুরা, ২০ ফেব্রুয়ারী : পশ্চিমবঙ্গে নতুন আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস, বাড়ছে শিশুমৃত্যু, হাসপাতালগুলিতে গাইডলাইন জারি স্বাস্থ্য দফতরের ঘরে ঘরে থাবা বসিয়েছে অ্যাডিনো ভাইরাস। ইতিমধ্যেই শহরের সরকারি হাসপাতালে এই ভাইরাসের সংক্রমণে ৫ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের সব সরকারি হাসপাতালে গাইডলাইন জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যের স্কুলগুলিতেও পাঠানো হয়েছে বিশেষ নির্দেশিকা। অ্যাডিনো ভাইরাসের থাবা ক্রমশ চওড়া হচ্ছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায় অ্যাডিনোভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। ঘরে ঘরে শিশুদের শরীরে থাবা বসিয়েছে অ্যাডিনো ভাইরাস। গলা খুশখুস থেকে শুরু তারপরে ধীরে ধীরে সর্দি কাশি জ্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *