বন্দুকবাজের ঝটিকা হামলায় গুরুতর আহত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
ত্রিপুরা, ৪ নভেম্বর : ইমরান খানের মিছিলে বন্দুকবাজের হামলা। গুরুতর আহত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। শুধু প্রাক্তন পাক প্রধানমন্ত্রীই নন, জখম হয়েছেন তাঁর দলের অন্তত ১৫ জন। ইতিমধ্যে নভেদ বশির নামে বন্দুকবাজকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এই হামলা তাও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের রিয়েল ফ্রিডম’ মিছিল চলছিল।
হুড খোলা গাড়িতে ছিলেন দলের নেতা ইমরান । ওয়াজিরাবাদের জাফর আলি চকের কাছে আচমকাই গুলি চলে। সূত্রের খবর, পিটিআই প্রধানের গাড়ির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন ইমরান। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর ডান পারে কমপক্ষে ৪-৫টি গুলি লেগেছে। সঙ্গে সঙ্গে ইমরানের..