বন্য হাতির তান্ডবের আতঙ্ক
ত্রিপুরা, ২২ অক্টোবর : বন্য দাঁতাল হাতির তান্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য বনদপ্তরের এক বিশেষ উদ্যোগ হাতিদের মধ্যে রেডিও কলার লাগানোর জন্য এক বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হয় তেলিয়ামুড়া স্থিত বনদপ্তর এর জেলা কার্যালয়ের কনফারেন্স হলে শুক্রবার।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরে তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন বিভিন্ন গ্রাম পাহাড়ের লোকালয়ে অবাদে বন্য দাঁতাল হাতির বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে।
এমনকি বন্য দাঁতাল হাতির দল লোকালয়ে প্রবেশ করে নষ্ট করে দিচ্ছে ঘরবাড়ি সহ জমির ফসল। হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ও রয়েছে তেলিয়ামুড়া বনদপ্তরের বিভিন্ন এলাকায়। আর এই হাতির তান্ডব থেকে গ্রাম এবং পাহাড় বাসীদের রক্ষা করার জন্য রেডিও কলার বসানোর উদ্যোগ করেছে..