বাংলাদেশি চোরের দখলে শহর
ত্রিপুরা , ২৩ সেপ্টেম্বর : শহরজুড়ে বাড়ছে অপরাধ। এর আগেও একসপ্তাহের মধ্যে দুটি ডাকাতির ঘটনা ঘটে। যদিও ডাকাত সর্দার গ্রেফতার হয়েছে বলে পুলিশ জানালেও এখন পর্যন্ত বাকিদের জালে তুলতে পারেনি তারা। ইতিমধ্যে আরক্ষা প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। পশ্চিম এবং পূর্ব থানার ওসিদের বদল করা হয়। এসডিপিও স্তবে বদল হয়েছে। সদরের এসডিপিও এখন অজয় কুমার দাস। একসময় ক্রাইম ব্রাঞ্চে ছিলেন তিনি। দায়িত্ব নিয়ে সফলতা দেখালেন।
ঝিমিয়ে পড়া বিট কনস্টেবলদের চেষ্টায় বুধবার রাতে শহরে ধরা পড়লো দুই বাংলাদেশি চোর।
পূর্ব আগরতলা থানার পুলিশ বুধবার রাতে বিট পেট্রোলিং করার সময় চন্দ্রপুর এলাকায় দুইজনকে ঘোরাফেরা করতে দেখে। তখন তাদের সন্দেহ হয়। পুলিশ তাদের দিকে এগিয়ে যেতেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের পিছু নেয়। অবশেষে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করে মহকুমা বাড়ি বাংলাদেশের বাগেরহাট পুলিশ আধিকারিক অজয় কুমার দাস সাফল্যের কথা তুলে ধরেন…..