বাংলাদেশের ১১ হাজার ৭২৫ কেজি ইলিশ ত্রিপুরায়
ত্রিপুরা , ১৯ সেপ্টেম্বর : ত্রিপুরা রাজ্যের কৈলাশহর দিয়ে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি শুরু হয়েছে । প্রায় ১২ হাজার কেজি মাছ এসেছে রাজ্যে ।
দূর্গাপূজা উপলক্ষে এবার পাঁচ হাজার টনের মতো মাছ রপ্তানির লক্ষমাত্রা রয়েছে ।
ঢাকার বানিজ্য মন্ত্রকের সুত্রে জানা যায় , গত বছরের মতো এবারও ইলিশ রপ্তানির অনুমতি ৫০ টি প্রতিষ্ঠান কে দেওয়া হয়েছে । সাধারনত দূর্গাপূজাতে ভারতে ইলিশ রপ্তানি করা হয় । ভারতে গত বছর ইলিশ রপ্তানি হয়েছিল ৪০০ টন । বিশেষজ্ঞদের ধারনা , ৩০ সেপ্টেম্বরের মধ্যে আরো ইলিশ রপ্তানি হতে পারে ।