বাংলাদেশ ও ত্রিপুরার যৌথ প্রকাশনার উদ্যোগে শেখহাসিনা’র উপর পুস্তক প্রকাশিত
ত্রিপুরা, ৭ নভেম্বর : বাংলা প্রকাশনার ইতিহাসে নতুন নজির স্থাপিত হল আগরতলায়। এই প্রথম ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রকাশিত হল বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির লেখা বই ”বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা”।
বইটির প্রকাশনা সমন্বয়কারী হিসেবে ছিলেন কাজী মাহতাব সুমন।
রবিবার আগরতলার ভগৎ সিং যুব আবাসের মিলনায়তনে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় । এই অনুষ্ঠানে বইটির বাংলাদেশ সংস্করণের প্রকাশক খন্দকার সোহেল (ভাষাচিত্র প্রকাশনী, ঢাকা) এবং ভারতীয় প্রকাশক তীর্থঙ্কর দাস (নীহারিকা পাবলিশার্স, আগরতলা) উপস্থিত থেকে..