বাজেট অধিবেশন উত্তাল হওয়ার শঙ্কা, সরকারের কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
ত্রিপুরা, ২ ফেব্রুয়ারী : সংসদের বাজেট অধিবেশন উত্তাল হওয়ার শঙ্কা রয়েছে, নিজেদের কৌশল নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, অনুরাগ ঠাকুর, নির্মলা সীতারমন, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল, নীতীন গড়কড়ি, কিরেণ রিজিজু প্রমুখ। সংসদে এই বৈঠক হয়। এদিকে, সংসদের বাজেট অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে এদিন সকালেই বৈঠকে বসেছিল বিরোধীরা। এদিন সকালে সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি নিজেদের মধ্যে রণকৌশল নিয়ে বৈঠক করেছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শিবসেনার (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত, ডিএমকে সাংসদ কানিমোঝি, সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব প্রমুখ।