Feature Newsfleshত্রিপুরাভারত

বাড়ছে কৃষি মহকুমা

ত্রিপুরা, ২ নভেম্বর : রাজ্যের কৃষক ও চাষিদের জন্য আন্তরিক কৃষি ও কৃষক কল্যাণ দফতর। কৃষি মহকুমা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের নানা প্রকল্পে সাহায্য সহায়তাও করা হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে জোলাইবাড়ি, বিসি নগর, পোয়াংবাড়ি, নলছড় ও বামুটিয়া ব্লকে আরও ৫টি নতুন কৃষি মহকুমা এবং জম্পুইহিলে একটি নতুন হর্টি মহকুমা চালু করবে। রাজ্যে পিএম কিষাণ প্রকল্পে রাজ্যে এখন পর্যন্ত ২, ৪৬২৬৫ জন কৃষক উপকৃত।

রাজ্য সরকার কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ২০২২-২৩ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় এই লক্ষ্য পূরণে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দফতর সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। এ খবর জানান কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায়।তিনি আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *