Feature NewsfleshNewsত্রিপুরা

বাড়তে পারে সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ

ত্রিপুরা, ১১ জানুয়ারি : আগামী ১৪ জানুয়ারি বর্তমান রাজ্য সরকারের শেষ ক্যাবিনেট বৈঠক। জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে ৪১তম বইমেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হলে এক প্রশ্নের জবাবে একথা জানান, মন্ত্রী সুশান্ত চৌধুরী। সর্বশেষ ১২ শতাংশ ডিএ এবং ডিআর ঘোষণার পর রাজ্যজুড়ে বিশেষ করে কর্মচারী মহলে একটা জোর গুঞ্জন চলছিলো যে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে আরও একটি ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এই গুঞ্জনের রেশ ধরেই অনেকেই ধরে নিয়েছিলেন আজ যেহেতু মঙ্গলবার এবং বর্তমান সরকার বিশেষ কোনো কারণ ছাড়া যদি ক্যাবিনেট বৈঠকের দিনক্ষণ পরিবর্তন করতে না হয় তাহলে মঙ্গলবার দিনই সাধারণত ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। তাই আজকে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে বলেই ধরেই নিয়েছিলো একাংশ মানুষ। এই নিরিখে প্রচার মাধ্যমও ধরে নিয়েছিলো আজ ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। অবশেষে মুক্তধারা অডিটোরিয়ামে সাফ জানিয়ে দিলেন আজ নয় আগামী ১৪ জানুয়ারি সর্বশেষ ক্যাবিনেট বৈঠক। কেননা তিনি একথা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে যেকোনো দিন ঘোষণা হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *