Feature Newsfleshত্রিপুরারাজনীতি

বামুটিয়ায় ২০২ জন ভোটার তৃণমূল কংগ্রেসের পতাকাতলে শামিল

ত্রিপুরা , ২৫ সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে তৃণমূল কংগ্রেস শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে।

রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় অফিস উদ্বোধন সহ নানা রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রয়েছে।

সে সঙ্গে চলেছে দলে যোগদানের কর্মসূচি।ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্য কোর কমিটি সদস্য মামন খানের উপস্থিতিতে বামুটিয়া ব্লকের কংগ্রেস দলের সাধারণ সম্পাদক গোপাল মালাকার সহ ৪৫টি পরিবারের ২০২ জন ভোটার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা জেলার এসসি সেলের চেয়ারম্যান এবং কংগ্রেস দলের বামুটিয়া ব্লকের সাধারণ সম্পাদক গোপাল মালাকার সহ ৪৫টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। আপনারা দেখছেন ঘটা করে বিজেপি প্রচার করছে যে প্রতি ঘরে সুশাসন, তার মানে সাড়ে চার বছরে ভারতীয় জনতা পার্টি প্রতি ঘরে সুশাসন দিতে ব্যর্থ এবং আমরা মনে করি বিজেপি প্রতি ঘরে কুশাসন পৌঁছে দিয়েছে। এই যে দীর্ঘ সাড়ে বছরে অনুন্নয়ন, যে আশা-আকাঙ্খা নিয়ে মানুষ দায়িত্ব দিয়েছিল বিজেপিকে, কিন্তু যে অনুন্নয়ন, ব্যর্থতা, বেকারত্ব, এবং প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি তারা। তারা কোন মুখে সুশাসন দেবে? আগামীকাল এইসবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সকল শাখা সংগঠনকে নিয়ে আমরা বিক্ষোভ করবো সিটি সেন্টারের নিকট। তিনি আরো বলেন, দুর্গাপুজো মিটে গেলে আমরা প্রত্যেক কটা ইস্যু ধরে আমরাও মানুষের দরজায় যাবো যে প্রতি ঘরে সুশাসন নয়, ভারতীয় জনতা পার্টি প্রতি ঘরে কুশাসন দিয়েছে, তার প্রমাণ আমরা তুলে ধরবো। এই শারদীয়াতে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্টল দেব, মানুষের পাশে থাকার জন্য আমরা কোথাও বস্ত্র উপহার স্বরূপ তুলে দেব। এছাড়াও আমরা কোথাও কোথাও জাগো বাংলার স্টল দেব যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বিক্রি করা হবে এবং জাগো বাংলার শারদ সংখ্যা যেটা মহালয়ার দিন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করবেন, সেটাও সেখানে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *