fleshNewsত্রিপুরারাজনীতি

বাম কংগ্রেসের জোটের জট নিরসনে আজ জরুরি বৈঠক

ত্রিপুরা, ৩১ জানুয়ারি : ১৩ আসনের বদলে ১৬ আসনে কংগ্রেস প্রার্থী দেওয়ায় এবং বামেরা ৫৯ আসনে প্রার্থী দেওয়ার ঘটনা জানাজানি হতেই তাঁর অস্বস্তির মধ্যে পড়েছেন নিচুতলার বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা। বিজেপি’র অপশাসন থেকে মুক্তি পেতে রাজ্যস্তরে দুই দল। জোটবন্ধ হওয়ার আগেই বিভিন্ন জায়গায় নিচুতলার কর্মী সমর্থকরা জোট বেঁধে দাঁতে দাঁত চেপে বিজেপি’র বিরুদ্ধে লড়াই করতে শুরু করেন। বাম ও কংগ্রেস নেতারা একত্রিত হয়ে বি জে পি’র বিরুদ্ধে লড়াই করার খবরে উৎসাহিত হয়েছিলেন দুই দলের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। সোমবার বিধানসভার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে কংগ্রেস ১৬ টি আসনে এবং বামেরা ৫১টি আসনে প্রার্থী দাঁড় করানোর খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন উভয় দলের কর্মী সমর্থকরা। সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বারে বারে জোটের জট কেটে গেছে বালে বলায় মানুষ কিছুটা আশ্বস্ত হন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাও স্পষ্ট জানান..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *