বাম-কংগ্রেস জোটের জট নিরসন হচ্ছে আজ
ত্রিপুরা, ২ ফেব্রুয়ারী : রাজ্য বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন ২রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার। মনোনয়নপত্র পরীক্ষার পর মঙ্গলবার ১৯জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেলেন ২৯১ জন প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের পর স্পষ্ট হয়ে যাবে এবারের নির্বাচনে ঠিক কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা যাচ্ছে। এই সঙ্গে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোট নিয়ে যে জট সৃষ্টি হয়েছিল তা বৃহস্পতিবারই অবসান হয়ে যাবে বলে সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বের উভয়পক্ষই আশাবাদী। সিপিএম দল থেকে ইতিমধ্যে কংগ্রেসকে জানিয়ে দেয়া হয়েছে পেঁচারথল আসনে সিপিএমই লড়বে। পরিবর্তে পারিয়াছড়া আসনটি কংগ্রেসকে ছেড়ে দেয়া হবে। পাশাপাশি তেরটি আসনের বাইরে যে সমস্ত আসনে কংগ্রেস প্রার্থী দিয়ে রেখেছে সেগুলি প্রত্যাহার করে নেবার জন্যও সিপিএমের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে। তবে বুধবার রাতে জানা গেছে, বাধারঘাট ও রাধাকিশোরপুর কেন্দ্রে কংগ্রেসের দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য অনড়। এই দুই কেন্দ্রে কাগ্রেস প্রার্থী প্রত্যাহারের জন্য কংগ্রেস হাইকমান্ড হস্তক্ষেপ করেছে। বুধবার রাতে সিপিএমের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয় যে, সামগ্রিক আলোচনার পর কংগ্রেস দল ১৩ টি এবং বামফ্রন্ট ৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে উপনীত হন। এরই ভিত্তিতে কংগ্রেস দল কৈলাসহর, ধর্মনগর, পেচারথল, করমছড়া, কমলপুর, বেলিয়ামুড়া, মোহনপুর, আগরতলা…