বাম কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী হতে চলেছেন জিতেন্দ্র চৌধুরী
ত্রিপুরা, ১১ ফেব্রুয়ারী : বামফ্রন্ট এবং কংগ্রেস জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন জিতেন্দ্র চৌধুরী। আজ তেলিয়ামুড়ায় কংগ্রেস প্রার্থী অশোক কুমার বৈদ্যের সমর্থনে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে রাজ্য কংগ্রেসের ইনচার্জ ড. অজয় কুমার বলেন, বামফ্রন্ট এবং কংগ্রেস জোট ক্ষমতায় এলে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হবেন জনজাতি অংশের এক নেতা। এদিন তিনি সরাসরি জিতেন্দ্র চৌধুরীর নাম মুখে না এনে জনসভায় উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই কথাগুলি ছুঁড়ে দিয়ে তাদের কাছ থেকেই জানতে চান জনজাতি অংশের কে হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। তখন জনসভাস্থল থেকে আওয়াজ উঠতে শুরু করে জিতেন্দ্র চৌধুরীর নামটি। প্রসঙ্গ টেনে ড. অজয় কুমার বলেন, এই গটবন্ধনের মূল নেতাই হলেন জিতেন্দ্র চৌধুরী। তিনিই প্রকৃত ভূমিপুত্র এদিন ড. অজয় কুমারের মুখ থেকে এই ধরনের বক্তব্য বের হওয়ার পর স্বভাবতই প্রশ্ন উঠছে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের..