বায়ু শক্তিকে ব্যবহার করে গাড়ি চালানোর মেশিন আবিস্কার করলেন কমলপুরের যুবক
ত্রিপুরা, ২৪ ডিসেম্বর : কমলপুর মহকুমার মরাছড়ার ছোট সুরমার যুবক রাজকুমার মালাকার বায়ু শক্তিকে ব্যবহার করে কিভাবে গাড়ি চালানো যায় সেই মেশিন আবিস্কার করেছেন৷ এই অবিস্কার সম্পূর্ণ অভিনব৷ ইতিমধ্যেই পেটেন্ড-র জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে অবগত করা হয়৷ রাজকুমার মালাকারের পিতার নাম জয়ন্ত মালাকার, মা ঝুনু মালাকার৷ ছোট বেলা থেকেই এই ধরনের আবিস্কার নিয়ে তার ছিল ঝেঁক৷ ১৪ বছরের পরিশ্রম শেষে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারী মেলে ফল৷ আবিষ্কারটি পুরোপুরি সফল হয় বলে জানান রাজকুমার মালাকার৷ ১০০ থেকে ৫০০০ পি এস আই প্রেসার ট্যাঙ্কে ভর্তি করে গারি চালানো যাবে৷ এর বাতাস কখনো শেষ হবে না৷ নিজে থেকেই বাতাস তৈরি করতে সক্ষম ইঞ্জিন৷ এর বাতাস বাইরে বের হওয়ার কোন রাস্তা নেই বলে দাবী করেন তিনি৷ ইঞ্জিনে বাতাসের চাপ বারিয়ে ৫ হাজার সিসি পর্যন্ত করা যাবে বলে জানান রাজকুমার মালাকার৷ ১৩ অক্টোবর এর প্রফোশনাল পেটেন্ড করেন তিনি৷ ডিসেম্বর তা সম্পন্ন হয়েছে৷ ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে তা প্রকাশিত হয়েছে৷ আগামী ১০ মাসের মধ্যে আন্তর্জাতিক পেটেন্ড চূড়ান্ত করতে হবে৷ এর মধ্যে ৩ মাস অতিক্রান্ত হয়েছে৷ বাকী রয়েছে সাত মাস৷ ১৯৫ টি দেশের মধ্যে ১৭০ টি দেশে এই পেটেন্ড চূড়ান্ত করতে হবে বলে জানান আবিস্কারক রাজকুমার মালাকার৷ এতে ব্যয় হবে আড়াই কোটি টাকা৷ এছাড়া ইঞ্জিন বানাতে লাগবে ৪০ লক্ষ টাকা৷ দূষণ মুক্ত রাখতে এবং বিকল্প চিন্তা ভাবনা থেকেই এই আবিস্কার বলে জানান তিনি৷