বাল্যবিবাহ প্রতিরোধে শিশুসুরক্ষার কর্মশালা
ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : জাতীয় শিশু কমিশন ও ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার একদিবসীয় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটরিয়াম হলে আয়োজিত এই কর্মশালার বিষয়বস্তু ছিল ‘বাল্য বিবাহ প্রতিরোধ’ বিষয়ক।
এতে উপস্থিত ছিলেন জেলা চাইল্ড প্রটেকশন অফিসার, ওয়েলফেয়ার অফিসার, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, পুলিশ আধিকারিক, গ্রাম পঞ্চায়েত প্রধান, জেলা পঞ্চায়েত প্রধান এবং শিশু অধিকার সুরক্ষা কমিশনের অন্যান্য আধিকারিক। প্রতিনিধি হিসেবে ছিলেন অন্তত ১০০ জন। গোটা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা আইন বিভাগীয় দপ্তরের মেম্বার সেক্রেটারি সঞ্জয় ভট্টাচার্য, অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ, কমিশনের সদস্যা ডা. পুনম মুখার্জী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করে বিদ্যা ভারতী সোসাইটি। শুক্রবার একই সময়ে একই স্থানে পৃথক একটি বিষয়ের উপর আরও একটি কর্মশালা হবার কথা রয়েছে।