Feature Newsfleshত্রিপুরারাজনীতি

বিজেপির জন বিশ্বাস যাত্রার দ্বিতীয় দিন অতিক্রান্ত

ত্রিপুরা, ৭ জানুয়ারি : বিজেপির জন বিশ্বাস যাত্রার দ্বিতীয় দিন রথযাত্রা শুরু হয় উত্তর জেলার ধর্মনগরের পদ্মপুর এলাকার থেকে৷ সুদীর্ঘ মিছিল ও রথ দেখার জন্য নারী পুরুষ শিশু কিশোর নানা বয়সী ও নানা ধর্ম সম্প্রদায়ের লোকজন রাস্তা দুই ধরে দাঁড়িয়ে থাকেন৷ শুক্রবার বিজেপির জন বিশ্বাস যাত্রার দ্বিতীয় দিন রথযাত্রা শুরু হয় উত্তর জেলার ধর্মনগরের পদ্মপুর এলাকার থেকে৷ এদিন প্রথমে স্থানীয় এলাকার মহিলারা রথের পূজা দিয়ে শুভরম্ভ করেন৷ রথে স্থানীয় বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন সহ বিভিন্ন নেতার ছিলেন৷ কয়েক হাজারের বাইক গাড়ি নিয়ে কার্যকর্তারা বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন৷ রথ ধর্মনগর বিধানসভা ঘুরে যুবরাজনগর বিধানসভা এলাকায় প্রবেশ করে৷ সাথে যুক্ত হন বিধায়ক মলিনা দেবনাথ ও তমজিৎ নাথ৷ রথ যাত্রা জত এগিয়ে যায় গাড়ি ও বাইকের লাইন লম্বা হতে থাকে৷ গ্রাম জনপদ , ধানের মাঠ পেরিয়ে রথ এগিয়ে যেতে থাকে৷ সুদীর্ঘ মিছিল ও রথ দেখার জন্য নারী পুরুষ শিশু কিশোর নানা বয়সী ও নানা ধর্ম সম্প্রদায়ের লোকজন রাস্তা দুই ধরে দাঁড়িয়ে থাকেন৷ কেউ বা ফুলের পাঁপড়ি ছিটিয়ে , কেউ মোম প্রদীপ ও ধূপ দেখিয়ে পাশে থাকার ঘোষণা দেন৷ রথে থাকা নেতৃত্বরাও হাত নেড়ে সম্বোধিত করেন৷ বিজেপির জন বিশ্বাস রথ ধর্মনগরে প্রচার সেরে পানিসাগর বিধানসভা কেন্দ্রে প্রবেশ করে ও বিধানসভার চামটিলা এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অমিত রক্ষিক, আগরতলা পর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মলিনা দেবনাথ, পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *