বিজেপির প্রার্থী তালিকায় চমক বনমালীপুরে নীতি ?
ত্রিপুরা, ১ অক্টোবর : ২০১৮ সালের বিধানসভা নির্বাচন আর ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পরিস্থিতি কিন্তু এক নয়। ১৮ তে একদিকে যেমন ছিলো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। তেমনিভাবে রাজ্যের মানুষও চেয়েছিলেন বিজেপির মতো নতুন একটি দলকে ক্ষমতায় এনে তাদের কাজকর্ম পরখ করতে।
যার কারণে মানুষ দু’হাত ভরে একা বিজেপিকেই ৩৬টি আসনে জয়ী করেছিলো।
তেমনিভাব জোট সঙ্গী আইপিএফটিকে ৮টি আসনে জয়ী করে। বর্তমানে রাজ্য বিজেপির আভ্যন্তরীণ কোন্দল এবং সর্বোপরি আইপিএফটি প্রায় মুছে যাওয়ায় ২৩’র নির্বাচন যে রাজ্য বিজেপির জন্য ততটা সুখকর হবে না তা কিন্তু ইতিমধ্যেই আঁচ করতে পেরেছেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা। শুধু তাই নয়, ১৮’র নির্বাচনে যেভাবে..
সূত্র : আজকের ফরিয়াদ