বিজেপি নয় তিপ্ৰা মথায় মেবার
ত্রিপুরা, ৯ অক্টোবর : বিজেপি নয়, তিপ্রা মথা দলে যোগ দেবে প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতীয়া। তাঁর সাথে আই পি এফ টি দলের আরও তিন চার জন বিধায়কও মথায় সামিল হবে। ইতিমধ্যেই মথার চেয়ারম্যান প্রদ্যোতকিশোর দেববর্মনের সাথে একাধিক বার বৈঠক হয়ে গেছে প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতীয়ার। শ্রী জমাতীয়া আজ নিজেই এখবর দিয়ে বলেছেন, এন সি দেববর্মা একাই আই পি এফ টি দলটাকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছেন। এখন গোটা দলটাই অস্তিত্বের সংকটে পরেছে। তাই আগামী বিধান সভা ভোটে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়বে আই পি এফ টি। তবে প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতীয়া আজ এমনও বলেছেন, চলতি মাসের মধ্যেই রাজ্য রাজনীতিতে বহু চমক রাজ্যবাসী দেখতে পাবে। আর পক্ষকালের পর তিনিও সরাসরি ফের সাংগঠনিক কাজে নামবেন।
তবে এটা তিনি আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিজেপিতে যাওয়ার কোন সম্ভাবনাই নেই।
তাছাড়া বিজেপি দল রাজ্যে এখন নেতৃত্বের সংকটে ভুগছে। দলকে জিতিয়ে আনার মত কোন নেতা এখন রাজ্যে নেই বলে তিনি মনে করেন। উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপি আই পি এফ টি জোট রাজ্যে ক্ষমতায় আসার ক্ষেত্রে মেবার কুমার জমাতীয়ারও ভূমিকা ছিল। বিশেষ করে জনজাতি অংশের মানুষের মধ্যে জোটের ইতিবাচক প্রচার নিয়ে যেতে চ্যালেন নিয়ে ছিলেন। সংগত কারণেই এখন তিপ্ৰা মথায়..
সূত্র : রাষ্ট্রীয় কন্ঠ প্রতিনিধি