বিদেশে চাকরিতে গিয়ে বন্দি ভারতীয় যুবকরা, সতর্ক করল বিদেশ মন্ত্রক
ত্রিপুরা, ২৭ সেপ্টেম্বর : বিদেশ মন্ত্রক ভারতীয়দের সতর্ক করে নির্দেশিকা জারি করতে বাধ্য হলো। এই নির্দেশিকায় বলা হয়েছে, ‘কল-সেন্টার কেলেঙ্কারি এবং ক্রিপ্টো-কারেন্সি জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহজনক আইটি সংস্থাগুলো থাইল্যান্ডে ‘ডিজিটাল সেলস অ্যান্ড মার্কেটিং এগজিকিউটিভস’ পদের জন্য ভারতীয় যুবকদের চাইছে।
লোভনীয় চাকরি দেওয়ার নামে নকল চাকরির চক্রের উদাহরণ রয়েছে।
সম্প্রতি ব্যাংকক এবং মায়ানমারে এই ধরনের প্রতারণার ঘটনা ভারতীয় দূতাবাসগুলোর নজরে এসেছে।’ মন্ত্রক আরও জানিয়েছে যে এইসব চক্রগুলোর টার্গেট হলো আইটিতে দক্ষ ভারতীয় যুবকরা। তাদেরকে টার্গেট করেই প্রতারণা চক্রগুলো থাইল্যান্ডে লোভনীয় ডেটা এন্ট্রি কাজের নামে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছে। সেই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে আইটিতে দক্ষ বহু ভারতীয় যুবক প্রতারিত হচ্ছে। বিদেশ মন্ত্রক জানতে পেরেছে, প্রতারিতদের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে মায়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের বন্দি করে রাখা হয়েছে এবং কঠিন ও কঠোর পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করানো হচ্ছে। আর এইসব কারণেই কর্মসংস্থানের উদ্দেশ্যে বা পর্যটক ভিসায় ভ্রমণের আগে, বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের পরামর্শ দিচ্ছে বিদেশে সংশ্লিষ্ট ভারতীয় দুতাবাসের সঙ্গে যোগাযোগ করতে। আর, ভারতীয় দুতাবাসের মাধ্যমে বিদেশি নিয়োগকর্তাদের শংসাপত্র এবং নিয়োগকারী এজেন্টদের পূর্ববর্তী তথ্য এবং চাকরির অফার যাচাই করে নিতে।