বিদ্যুৎ না থাকায় হাসপাতালে
নাজেহাল অবস্থা
ত্রিপুরা, ১৬ অক্টোবর : তিন ঘন্টা ছিল না বিদ্যুৎ। যার ফলে হাসপাতালে ভর্তি হওয়া সমস্ত রোগীদের একেবারে নাজেহাল অবস্থা। প্রচন্ড গরমে রোগীরা হাসপাতালের ব্যাড থেকে বেরিয়ে এসেছিল। কেউ কেউ বাইরে হাতপাখা অথবা পত্রিকা নিয়ে বাতাস করছিল। ঘটনাটি বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে। শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ছিল না। বিদ্যুৎ।
প্রায় সময় এমন হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে।
অথচ কান পাতলে শোনা যায় হাসপাতালে জন্য দামি ইনভার্টার ক্রয় করা হয়েছিলো। কোথায় গিয়েছে তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায় নি। ইনভার্টার যদি থাকতো তাহলে বিদ্যুৎ না থাকলেও রোগীদের কোন অসুবিধা হতো না। সমস্ত রোগী এবং নাগরিকদের তরফে দাবি উঠছে হাসপাতালে ইনভার্টার লাগানোর জন্য।