বিভ্রান্তিকর বিজ্ঞাপন ! রামদেবের সংস্থার ৫ ওষুধ তৈরি বন্ধের নির্দেশ
ত্রিপুরা, ১৩ নভেম্বর : বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে মানুষকে ভুল বোঝানো। স্বীকৃতি ছাড়াই নিজেদের তৈরি পণ্যকে ওষুধ বলে বিক্রি। ফের বিস্ফোরক অভিযোগ রামদেবের সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে। সংস্থার পাঁচটি ‘ওষুধ’ তৈরিতে নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার।
উত্তরাখণ্ডের আয়ুর্বেদ ও ইউনানি লাইসেন্সিং অথরিটি সম্প্রতি দিব্যা ফার্মেসিকে একাধিক ‘ওষুধ তৈরি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে নোটিস ধরিয়েছে।
এই দিব্যা ফার্মেসিতেই রামদেবের সংস্থা পতঞ্জলির ওষুধগুলি তৈরি হত। সংস্থাকে বলা হয়েছে, বিপিঘৃত, মধুঘৃত, থাইরোধৃত, লিপিডোম এবং আইঘৃত গোল্ড ট্যাবলেটের উৎপাদন বন্ধ করতে। এই ওষুধগুলি পতঞ্জলি রক্তচাপ, ডায়াবেটিস, গয়টার, গ্লুকোমা, উচ্চ কোলেস্টরেলের ওষুধ বলে বিক্রি করত। এই মর্মে বিজ্ঞাপনও দিয়েছিল। কিন্তু এই ওষুধগুলির প্রক্রিয়াকরণ এবং এর উপযোগিতা আসলে পরীক্ষিতই নয় বলে উত্তরাখণ্ডের আয়ুর্বেদ ও ইউনানি..