Feature NewsfleshNewsভারত

বিমানবন্দরে তিন ভাষাই চালু থাকবে : সিন্ধিয়া

ত্রিপুরা, ১৯ নভেম্বর : বুধবার ভারতের বেসামরিক বিমানবন্দরে ককবরক ভাষা চালুর দাবি নিয়ে সরকারী গাইডলাইন সম্পর্কে বিমান পরিবহণ ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্যা সিন্ধিয়া তিপ্ৰা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে একটি পত্রদ্বারা অবহিত করেন।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বর্তমান নীতি অনুসারে বিমাবন্দরে ঘোষণা মূলত তিনটি ভাষায় করা হয় একটি স্থানীয় ভাষা, হিন্দি এবং ইংরেজিতে।

যদিও বাংলা এবং ককবরক উভয়কেই রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে। তথাপি স্থানীয়ভাবে বাংলা ভাষা বহুল প্রচলিত হওয়ার কারণে ঘোষণা জন্য বাংলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ত্রিপুরা সরকারের তরফে। বলা বাহুল্য ৩১ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীর সাথে মিলিত হয়ে লিখিতভাবে আগরতলা বিমানবন্দরে অন্য ভাষার সাথে সাথে ককবরক ভাষাতেও ঘোষণা শুরুর আবেদন জানানো হয়েছিল তিপ্ৰা মথা সুপ্রিমোর তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *