Feature NewsNewsএই মুহূর্তেত্রিপুরা

বিলোনিয়ায় পরপর তিন মহিলা নিখোঁজে উদ্বেগ

ত্রিপুরা , ২৫ সেপ্টেম্বর : বলা চলে একসময় বিলোনিয়া তথা গোটা দক্ষিণ জেলায় বাম বিরোধী আন্দোলনের সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব তথা দাপুটে নেতা ছিলেন অমল মল্লিক। ধীরে ধীরে সেই অমল মল্লিক বাম বিধায়ক বাসুদেব মজুমদারের সাথে একাধিকবার রাজনৈতিক লড়াইয়ে হেরে যান এবং পাশাপাশি রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। একটা সময় সুদীপ রায় বর্মনের সাথে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি।

আবার ২০১৮ সালে সেই সুদীপ রায় বর্মনের সাথেই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন কর্মী সমর্থকদের নিয়ে।

কিন্তু সেই আশার গুড়ে বালি পড়েছিল। কিন্তু বিজেপির হয়ে মনোনয়ন পেলেন আইনজীবী অরুণ চন্দ্র ভৌমিক। অবস্থা বুঝে রাজনীতি থেকে দূরে সরতে থাকেন বিলোনিয়ার সেই অমল মল্লিক। গ্রহণযোগ্য নেতৃত্বকে কোন মূল্যায়ণই করেনি শাসক দল বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে সাড়ে চার বছর পর মুখ খুললেন অমল মল্লিক। শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে বলেন অরাজক পরিস্থিতি থেকে বিলোনিয়াবাসী যে মুক্তি চাইছেন এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে রাজ্য প্রশাসনের কাছে। তিনি বলেন বেশ কয়েক দিনের মধ্যেই বিলোনিয়া শহর থেকে চারজন মহিলা নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল জনমনে। শনিবার সাত সকালে সিএমও অফিসের সন্নিকটে বরোজ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *