বিলোনীয়ায় গাঁজা ভর্তি অটো রিকশা আটক
ত্রিপুরা, ৩ নভেম্বর : বিলোনীয়া মহকুমার পশ্চিম পাহাড় এলাকায় নেশা সামগ্রীর পাচারের রাশ টানতে পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। পিআরবাড়ি থানাধীন রাঙ্গামুড়া ফাঁড়ি থানার ওসি সুমন্ত ভট্টাচার্যর নেতৃত্বে ৬৯ ব্যাটেলিয়নের বিএসএফ সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বুধবার কাকভোরে ৪০ কেজি গাঁজা সহ একটি অটোরিকশা আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৫ টা নাগাদ পুলিশ এবং বিএসএফ ডিমাতলী চা বাগান এলাকায় নাকা চেকিং এ বসে।
এই সময় বাতিসা কলোনীর দিক থেকে টিআর ০৮ ৪২১৩ অটোরিকশা আসতে দেখে সেটিকে থামানো হয়। অটোরিকশাতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অটো চালক লিটন শীল সহ অটোরিকশাটি আটক করা হয়। পুলিশের ধারনা ডিমাতলী চা বাগান সংলগ্ন কোন জায়গায় গাঁজাগুলো মজুত করে পরে সুযোগ বুঝে বাংলাদেশে পাচার করবার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত অটোরিকশা চালক লিটন শীলকে জিজ্ঞাসাবাদ করে ও পুলিশ এই গাঁজার প্রকৃত মালিকের নাম বা এ গাঁজা কোথা থেকে এসে কোথায় যাবে এই বিষয়ে কোন কিছুই জানতে পারেনি। পুলিশ আজ ধৃত অটো চালক লিটন শীলকে দুই দিনের রিমান্ড চেয়ে বিলোনীয়া জেলা ও দায়রা আদালতে তোলে। আদালত ধৃত অটো চালক লিটন শীলের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।