Feature NewsfleshNewsবিশ্ব

বিশ্বজোড়া মন্দা জানাচ্ছে বিশ্ব ব্যাংক ২০২৩ এ

ত্রিপুরা , ১৯ সেপ্টেম্বর : বিশ্বজোড়া মন্দা এগিয়ে আসছে ২০২৩ এ । বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে । মন্দার কয়েকটি সূচক ইতিমধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে । বিশ্বের প্রায় সর্বত্র কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার বাড়াচ্ছে । উন্নয়নশীল দেশ ও বিকাশমান দেশগুলোতে আর্থিক সংকট দেখা দিয়েছে । এই সংকট ক্ষনস্থায়ী নয় । দীর্ঘস্থায়ী ক্ষতি করবে । রিপোর্টে বলা হয়েছে , সুদের হার বৃদ্ধি এবং এখন পর্যন্ত যে নীতি অভিমুখ দেখা যাচ্ছে তা মুদ্রাস্ফীতি কমানোর পক্ষে যথেষ্ট হবেনা ।

মহামারির আগে যে মাত্রায় ছিল সেখানে ফেরানো যাবেনা ।

রিপোর্টে ইঙ্গিত স্পষ্টই , জিনিসের দাম বাড়তে চলেছে । যে মাত্রায় বাড়বে তা বর্তমানের তুলনায় দ্বিগুণ । অন্যদিকে কর্মসংস্থানের সংকট মেটানোর আশু লক্ষন নেই । অর্থনীতিবিদদের ধারনা এর ফলে কাজ কমবে , আয় কমবে এবং মানুষের দুর্দশা বাড়বে । ভারতের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক আগষ্টে রেপো রেট বাড়িয়ে করেছে ৫.৪০ শতাংশ । আরবিআই এর হিসাবে মুদ্রাস্ফীতির হার ২০২২ – ২৩ এ ৬.৭ শতাংশ । বিশ্ব ব্যাঙ্কের মতে এই প্রেক্ষিতে ২০২৩ এ দেশে অর্থনৈতিক বৃদ্ধির হার দাঁড়াবে ০.৫ শতাংশ । মাথাপিছু বৃদ্ধি সংকোচন হবে ০.৪ শতাংশ । বিশেষজ্ঞদের মতে অনেক উন্নত দেশ মন্দার কবলে পড়বে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *