বিশ্বব্যাংক : অতিমারীতে ভারতের ৮০ শতাংশ নাগরিক দারিদ্র্যের কবলে
ত্রিপুরা, ১৩ অক্টোবর : বিশ্বব্যাংকের একটি সমীক্ষা অনুসারে করোনা অতিমারীর জেরে ভারতে ৮০ শতাংশ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। বিশ্বব্যাপী ৭ কোটি মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। তারমধ্যে ভারতে ৫ দশমিক ৬ কোটি মানুষ করোনা অতিমারীর জেরে আর্থিক ক্ষতির কারণে দরিদ্র হয়ে পড়েছিল। বিশ্বব্যাংকের সমীক্ষা অনুযায়ী ২০২০ সালে চরম দারিদ্র্যের হার ছিল ৯ দশমিক ৩ শতাংশ। ২০১৯ সালে ছিল ৮ দশমিক ৪ শতাংশ।
গত কয়েক দশক ধরে বিশ্বে দারিদ্র্য দুর করতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল।
২০২০ সালে তা প্রথমবারের জন্য বন্ধ করে দেওয়া হয়। ২০২০ সালে সারা বিশ্বে প্রায় ৭ কোটি মানুষের আর্থিক অবস্থা নতুন করে খারাপ হয়ে যায়। দরিদ্র হয়ে পড়েন। বিশ্বব্যাংকের সমীক্ষায় যার ফলে বিশ্বে মোট দরিদ্রের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০ কোটি। করোনা অতিমারীর জেরে একধাক্কায় বিশ্বে দরিদ্রের সংখ্যা অনেকটা বেড়ে গেছে। প্রসঙ্গত, ভারতের পরিসংখ্যানের ওপর বিশ্বের দরিদ্রের হার নির্ভর করে। বিশ্বব্যাংকের এই সমীক্ষায় ভারতের তরফে দরিদ্রের হারের কোনও তথ্য দেওয়া হয়নি..