বিশ্বমন্দার আশঙ্কার পূর্বাভাস বিশ্বব্যাংকের
ত্রিপুরা, ২২ অক্টোবর : করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর মোড়ল দেশগুলোর আধিপত্য বিস্তারের চেষ্টা বিশ্বকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। এরইমধ্যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে ছোট-বড় সব দেশের। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও লাগামহীন মূল্যস্ফীতির কারণে খাদ্য ঘাটতি সৃষ্টি হবে।
এ সংকট থেকে মানুষকে বাঁচাতে সরকার প্রধানদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ।
বিশ্ব জুড়ে মন্দা পরিস্থিতি তৈরি হলে বিশ্বের ৩৫ কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক এ দুই সংস্থা। তারা জানিয়েছে, এরইমধ্যে বিশ্বে ৪৮টি দেশের প্রায় ৪ কোটি মানুষ চরম খাদ্য সংকটে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কয়েক মাস ধরে আগামী বছর বিশ্বমন্দার আশঙ্কা প্রকাশ করে আসছেন। ওয়াশিংটনে গত ১৩ অক্টোবর আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের পার্শ্ব বৈঠকে..