বিশ্বমানের সিন্থেটিক টার্ফ হকি মাঠ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন
ত্রিপুরা, ২৭ নভেম্বর : আজ বিকেলে বাধারঘাট স্টেডিয়ামে কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া ভীমের আর্থিক আনুকূল্যে এবং ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের তত্বাবধানে বিশ্বমানের সিন্থেটিক টার্ফ হকি মাঠ নির্মাণের মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে শুভ ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফুটবলের পাশাপাশি আমাদের রাজ্যে হকি খেলাকে নবরূপে জাগাতে এবং হকি খেলার পরিকাঠামোর উন্নয়নে এবং নতুন প্রতিভা অন্বেষণে সর্বোপরি হকির গুণমান বাড়ানোর লক্ষ্য নিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে হকি খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর..