বিশ্ব পর্যটন দিবস ঘিরে সাইকেল র্যালি
ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে শুক্রবার এক বাইসাইকেল র্যালির আয়োজন করে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম। আগরতলা উজ্জ্বয়ত্ত প্যালেসের সামনে থেকে এই র্যালির সূচনা করেন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার দেববর্মা। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। একে সামনে রেখে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাইক র্যালির মাধ্যমে শুরু হয় এবছরের পর্যটন দিবসের কর্মসূচি।
শুক্রবার হয় বাইসাইকেল র্যালি, শনিবার অনুষ্ঠিত হবে আকা প্রতিযোগিতা, ২৭ তারিখে হবে বিশ্ব পর্যটন দিবসের মূল অনুষ্ঠান। পর্যটনই হচ্ছে একমাত্র শিল্প যেখানে পুঁজি ছাড়া রুজি করা যায়। তাই পর্যটনকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যে যত বেশি পরিমাণ পর্যটন আসবে ততই ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে রাজ্যের। এদিনের বাইসাইকেল র্যালির সূচনা করে একথাগুলি বলেন, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার দেববর্মা। এই র্যালির মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে অন্যদিকে পর্যটন শিল্পকে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এই বাইসাইকেল র্যালি উদয়পুর মাতাবাড়ি পর্যন্ত যাবে বলে জানান তিনি।