বিসিসিআই, সিএবিতে না থাকলেও শেষ পর্যন্ত আইসিসিতে থেকে গেলেন সৌরভ
ত্রিপুরা, ১৩ নভেম্বর : ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনও পদে তিনি নেই। সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর ক্রিকেট প্রশাসন থেকেই সরে গিয়েছেন তিনি। তা সত্ত্বেও আইসিসি-তে থেকে গেলেন তিনি। ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থেকে গেলেন সৌরভ।
গোটা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দিতে এবং ক্রিকেটের প্রসার বাড়াতে এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
শুধু তাই নয়, ক্রিকেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়ে থাকে এই কমিটি। গত নভেম্বরে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে আসেন সৌরভ। অনিল কুম্বলের জায়গায় দায়িত্ব নেন তিনি। তার আগে ন বছর এই কমিটির চেয়ারম্যান পদে ছিলেন কুম্বলে। সেই সময় ডিআরএস এবং রহস্যজনক বোলিং অ্যাকশন নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কারণে কুম্বলেকে ধন্যবাদ জানান সৌরভ। কত দিনের জন্য সৌরভ..