বিহার: বুদ্ধগয়ায় কালচক্র পূজায় আসা চার বিদেশির করোনায় আক্রান্ত
ত্রিপুরা, ২৭ ডিসেম্বর : বিহারের গয়াতে কালচক্র পূজা চলাকালীন করোনা পরীক্ষায় চার বিদেশি করোনায় আক্রান্ত পাওয়া গেছে। গয়াতে কালচক্র পূজার আয়োজন করা হয়েেছে। এতে প্রধানত অংশ নিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক বৌদ্ধ নেতা দালাই লামা। আগামী এক মাস গয়ায় থাকতে চলেছেন দালাই লামা। তাঁর বিহারে আগমন এবং এই পূজাকে কেন্দ্র করে বুদ্ধগয়ায় বিপুল সংখ্যক বৌদ্ধ অনুসারী ভিড় জমাচ্ছেন। যেখানে বিদেশি অনুসারীদের সংখ্যাও বেশি। এর পরিপ্রেক্ষিতে এখানকার স্বাস্থ্য বিভাগও সতর্ক অবস্থায় রয়েছে। বুদ্ধগয়ার কালচক্র পুজোয় স্বাস্থ্য দফতর তথ্য পেয়েছিল যে এখানে ৩৩ জনের সর্দি-কাশি রয়েছে। এর পরে বিভাগের পক্ষ থেকে সকলের আরটিপিসিআর পরীক্ষা হলে চারজনের সংক্রামিত হওয়ার রিপোর্ট এসেছে। এই ৩৩ জন যাত্রীই ২০ ডিসেম্বর ব্যাংকক থেকে গয়া বিমানবন্দরে পৌঁছেছিলেন। আক্রান্তদের মধ্যে তিনজনই ব্যাংককের বাসিন্দা। যাদেরকে মেডিকেল কিট দিয়ে বুদ্ধগয়ার একটি হোটেলে বিচ্ছিন্ন করা হয়েছে, আর একজন মায়নমারের বাসিন্দা যিনি দিল্লি গেছেন।