বীরবিক্রমের নামে ডাক টিকিট
ত্রিপুরা, ১১ অক্টোবর : ভোটের মুখে জনজাতিদের সমর্থন পেতে মোক্ষম চাল দিলো কেন্দ্রীয় সরকার। যদিও এর আগে আগরতলার বিমানবন্দরের নাম বীরবিক্রমের নামে করা হয়েছিলো। বিমানবন্দরের সামনে বীরবিক্রমের মর্মর মূর্তি স্থাপন করা হয়।
এবার ভোটের মুখে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের উপর স্মারক ডাক টিকিট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের ডাক মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবকে এই বিষয়ে জানানো হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব একসময় বীরবিক্রমের উপর ডাক টিকিট প্রকাশ করার জন্যে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের ডাক মন্ত্রণালয়ের ফিলাটেলিক..