Feature NewsfleshNewsত্রিপুরা

বেকারদের পকেট কেটে কোটি কোটি টাকার সরকারি কামাই

ত্রিপুরা, ১৫ নভেম্বর : বেকারদের পকেট কেটে সরকারি সংস্থার পকেট ভারীর ব্যবস্থা রাজ্যে পাকা। বেকারির মাত্রা রাজ্যে এমনভাবে বেড়েছে যে গ্রুপ ডি’র পদের জন্যও ইঞ্জিনীয়ারদের আবেদন পড়ছে। যুব জীবনের এই অসহায় অবস্থাকেই রোজগারের সহায় করেছে ‘সোসাইটি ফর এন্টারপ্রিনিউরশিপ ডেভলাপমেন্ট’ বা সফেদ । রাজ্যে নিয়মিত সরকারি চাকরি কার্যত উঠেই গেছে। আউটসোর্সিং অথবা ভাড়া হিসাবে লোক নিয়ে কাজ চালানো হচ্ছে সরকারি দপ্তরগুলোতে। এই ভাড়া খাটা অফিসার ও কর্মচারীদের কম বেতনে কাজ করিয়ে নিচ্ছে সরকার। তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *