বেঙ্গালুরুতে বন্ধ হল ওলা-ওবের
ত্রিপুরা, ৮ অক্টোবর : অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার অ্যাপ-ভিত্তিক অটোদের অবৈধ ঘোষণা করল কর্নাটকের পরিবহণ দফতর। এর মধ্যে নাম রয়েছে ওলা, উবেরও র্যাপিডোর নাম। সম্প্রতি এই জাতীয় অটো রিকশার ন্যূনতম ভাড়া ১০০ (২ কিমি পর্যন্ত) টাকা, যা সরকার নির্ধারিত৩০ টাকার(২কিমি পর্যন্ত, তারপর ১৫ টাকা) তুলনায় অনেকটাই বেশি। তাই কর্ণাটক রাজ্য পরিবহন বিভাগ অনুমোদিত সীমার উপরে যাত্রীদেরচার্জকরারজন্য উপর অ্যাপ-ভিত্তিক পরিষেবাগুলির অটো পরিষেবাগুলিতে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গেছে। পরিবহন বিভাগ আগামী তিনদিনের মধ্যে বেঙ্গালুরুতে এই পরিষেবা বন্ধকরার নির্দেশ দিয়েছে। অটোর অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীরা ক্রমাগত অভিযোগ জানিয়ে আসছিলেন।