Feature Newsfleshঅন্যান্যভারত

বেঙ্গালুরু বিপর্যস্ত প্রবল বৃষ্টিতে

ত্রিপুরা, ২২ অক্টোবর : একটানা প্রবল বৃষ্টিতে বেঙ্গালুরুতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার মেট্রো রেলের একটি পাঁচিল ভেঙে যাওয়ায় পাশে দাঁড়িয়ে থাকা বহু গাড়ির ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের খবর মেলেনি এদিন রাত পর্যন্ত। শহরের বিভিন্ন এলাকায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। প্রায় ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। এছাড়াও অন্যান্য একাধিক এলাকায় জল জমে গিয়েছে। রাস্তায় গাছ উপড়ে পড়ে যানজট তৈরি হয়েছে। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

গত মাসে ৭ তারিখ থেকে টানা বৃষ্টিতে বেঙ্গালুরুতে বন্যা হয়ে যায়।

বহু রাস্তাঘাট বেশ কয়েকদিনের জন্য জলের তলায় ছিল। বিভিন্ন আবাসনে জল ঢুকে যাওয়ায় আবাসিকরা ঘর ছাড়তেও বাধ্য হন। তারপর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরে বেঙ্গালুরু। কিন্তু ফের কয়েকদিনের টানা বৃষ্টিতে আতঙ্ক তৈরি হয়েছে শহরবাসীর মধ্যে। বৃষ্টিতে এদিন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেষাদ্রিপুরম এলাকা। সেখানেই মেট্রোর পাঁচিল ভেঙে পড়েছে। যাদের গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে, তাদের মধ্যে কয়েকজন সরকারের থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। শিবাজিনগরে জলে ভাসতে দেখা যায় একাধিক মোটরবাইক ও গাড়ি। নিম্নবর্তী এলাকার মানুষজন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কোনওক্রমে নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করছেন। এইচএসআর লেআউটে প্রায় ২০০ পরিবার বাড়ি ছাড়া হয়ে গিয়েছে। কারো বাড়িতে একতলায় জল ঢুকে গিয়েছে। আবাসনের নিচের তলায় থাকেন, এমন পরিবারও রয়েছে। বিলেকাহাল্লিতে অনুগ্রহ লেআউটের একটি কলোনি সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। এরইমধ্যে আবহাওয়া দপ্তর এদিন সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, তামিলনাডুর হোসুরে শিল্পতালুকের বিভিন্ন অংশ ভেসে গিয়েছে বৃষ্টির জলে। বুধবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে সেখানে। এদিন সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। ত্রাণ শিবিরও খোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *