বোম সন্দেহে এলাকায় আতঙ্ক
ত্রিপুরা, ১১ অক্টোবর : বোমা আকৃতি একটি বস্তু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, ঘটনাস্থল থেকে বোমা আকৃতি বস্তুটি উদ্ধার করে নিয়ে যায় থানাতে। বিলোনিয়া মির্জাপুর এলাকার বাসিন্দা রাহুল মজুমদারের বাড়ি থেকে উদ্ধার হয় সোমবার সকালে। অভিযোগ পরিকল্পনা মাফিক ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য এই বোমা আকৃতি বস্তুটি বাড়িতে ছোঁড়া হয়।
তবে বোম নাকি অন্য কিছু এই নিয়ে সন্দেহের দানা বাঁধলেও অনেকের অভিমত এইটা হাতে বানানো বোম।
তৃণমুল কংগ্রেস করার অপরাধে এই বস্তুটি ছোড়া হয় বলে সংবাদ মাধ্যম জানায় তৃণমূল কংগ্রেসের বিলোনিয়ার যুব নেতা রাহুল মজুমদার। জানা গেছে, লক্ষীপূজার রাতে এই বস্তুটি ছোড়া হয় রাহুল মজুমদারের বাড়িতে। সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে বোমা আকৃতি বস্তুটি দেখে সন্দেহ হয়। সাথে সাথে খবর দেওয়া হয় পাড়া প্রতিবেশীদের। বোমা আকৃতি বস্তুটি দেখে চাঞ্চল্যের পাশাপাশি ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাতে।
সূত্র : দর্পন প্রতিনিধি