ব্রহ্মোসের সফল উৎক্ষেপণ
ত্রিপুরা, ৩১ ডিসেম্বর : ব্রহ্মোসের নয়া রূপ সফলভাবে পরীক্ষিত হলো বৃহস্পতিবার। বঙ্গোপসাগর থেকে এটি বৃহস্পতিবার সাফল্যের সাথে পরীক্ষা করা হয়েছে। ব্রহ্মোসের নয়া ভার্সানটি এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান থেকে যেকোনও রণতরীকে সহজেই টার্গেট করতে পারে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে। এটি দূরবর্তী স্থানে কোনও লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। ভারতীয় বায়ুসেনার এটি একটি সফল উৎক্ষেপণ। ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারে আরও একটি যুদ্ধ মিসাইল যুক্ত হলো ব্রহ্মোসের নয়া র্যাপের সফল উৎক্ষেপণের মাধ্যমে। ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌসেনা, ডিআরডিও, বিএপিএল এবং হিন্দুস্থান অ্যারোনোটিক্যাল লিমিটেডের সফল প্রচেষ্টার ফলেই ব্রহ্মোসের নয়া ভার্সানের সফল উৎক্ষেপণ সম্পন্ন হলো বৃহস্পতিবার ।