ব্রু পুনর্বাসন সময়সীমা বৃদ্ধি
ত্রিপুরা , ২৩ সেপ্টেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার বিশেষ অনুরোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করতে সম্মত হয়েছে। এই প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সদিচ্ছা ও ইতিবাচক মনোভাবের পরিচায়ক। ডবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছেন রাজ্যবাসী। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই ব্যাপারে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে উভয়কে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী ভট্টাচার্য আশা প্রকাশ করেন যে, কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত প্রয়াসে ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হবে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০২৫ সালের মধ্যে ভারতবর্ষকে সম্পূর্ণ টিবি রোগ মুক্ত করার সংকল্প নিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি (NTEP) অধীনে নিক্ষয় মিত্র হিসাবে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় একজন টিবি রোগীর দায়িত্ব গ্রহণ করেছেন। এদিন প্রদেশ সভাপতি দায়িত্ব নেওয়া টিবি রোগীর বাড়িতে যান, ওনার বিস্তারিত খোঁজখবর নেন এবং সুষম আহারের প্যাকেট ও আর্থিক সাহায্য তার হাতে তুলে দেন। রাজ্যে বর্তমানে প্রায় ১৬৬৮ জন টিবি রোগী আছেন। সম্পূর্ণ টিবি মুক্ত ত্রিপুরা তথা ভারতবর্ষ গড়ার এই মহতী অভিযানে নিজেকে শামিল করার জন্য প্রদেশ সভাপতি শ্রী ভট্টাচার্য সকলের কাছে আহ্বান রেখেছেন।