ভয়াবহ ধসে ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ৩৬
ত্রিপুরা, ১৩ অক্টোবর : ভেনেজুয়েলায় ভূমিধসে অন্তত একাধিক ৩৬ জনের মৃত্যু হয়েছে। একাধিক শিশুসহ নিখোজ ৫০ জনের বেশি। লাগাতার বৃষ্টির মাঝে গত শনিবার রাতে লাস তেজেরিয়াস শহরে ভয়াবহ ভূমিধস নামে। সোমবার ত্রাণ ও উদ্ধারকারি দলের সদস্যরা ড্রোন উড়িয়ে এবং নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষিত কুকুরের সাহায্যে ভূমিধসের মধ্যে সম্ভাব্য জীবিতদের খোঁজে তল্লাশি চালান।
প্রবল ঘূর্ণিঝড় জুলিয়ার প্রভাবে ভেনেজুয়েলায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে।
এক লাস তেজেরিয়াস শহরেই ৩০০ বেশি বাড়ি ভেঙে পড়েছে। হাজার পঞ্চাশেক মানুষের শহরে জনজীবন ব্যাহত। ব্যাপক ক্ষতির মুখে ব্যবসা ও বাণিজ্য। শহরের পাহাড় সংলগ্ন রাস্তা থেকে ক্রেনসহ ভারী যন্ত্রের সাহায্যে ভূমিধস। সরানো হচ্ছে। এদিন সরেজমিনে উদ্ধারকাজ খতিয়ে দেখেন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। ক্ষতিগ্রস্তরা জানান, টানা বৃষ্টির সময়ে হঠাৎ পাহাড়..