Feature Newsঅন্যান্যত্রিপুরাভারত

ভারতরত্ন সংঘে এবার আকর্ষণ মীনাক্ষী মন্দির

ত্রিপুরা , ২৩ সেপ্টেম্বর : দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরের মীনাক্ষী মন্দিরের অনুকরণে এ বছর নির্মাণ করা হচ্ছে আগরতলা ঊষা বাজারস্থিত ভারতরত্ন সংঘের দুর্গা পূজার মণ্ডপ। যা বিগত দিনের মতো এবারও দর্শনার্থীদের আকর্ষণ করেবে বলে দাবি ক্লাব কর্মকর্তাদের। এবছর ক্লাবের পুজোর বাজেট ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা। তাই যুদ্ধকালীন তৎপরতায় চলছে এখন ভারতরত্নের কাল্পনিক মীনাক্ষী মন্দিরের আদলে প্যান্ডেল নির্মাণের কাজ। শারদীয়া উৎসব মানেই রাজ্যবাসীর কাছে যেন একটাই নাম আগরতলা বিমানবন্দর সংলগ্ন ঊষা বাজারের ভারতরত্ন সংঘ। বিগত বেশ কয়েক বছর ধরেই ভারতরত্নের পুজোমণ্ডপে নেমে আসছে দর্শনার্থীদের ঢল। কারণ একটাই তাদের নিত্যনতুন প্যান্ডেল কিংবা পুজোর থিম দর্শনার্থীদের মন জয় করে নেয়। ভারতরত্নের পুজো মণ্ডপ দর্শনার্থীদের কাছে প্রশংসার দাবি রাখে। তাই প্রত্যেকেই যেন তাকিয়ে থাকেন এই ক্লাবের পূজো মন্ডপের দিকে। আগরতলা শহরের বড় বড় বিগ বাজেটের পুজোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিগত বেশ কয়েক বছর ধরে আকর্ষণীয় প্যান্ডেল নির্মাণ করে চলেছে এই ভারতরত্ন সংঘের কর্মকর্তারা। দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধর্মীয় স্থানগুলি বরাবরই তুলে ধরার চেষ্টা করে এই ক্লাব। ফলে রাজধানীবাসী তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূজোর দিনগুলিতে উৎসব প্রেমী মানুষ ছুটে আসেন এই ভারতরত্ন ক্লাবের পুজো প্রাঙ্গণে।

চারিদিকের পুজো দেখা হলেও, ভারতরত্নের পুজো মন্ডপ না দেখা মানে, পুজো অসমাপ্ত থেকে যাওয়া তাই আবাল-বৃদ্ধ, বণিতা থেকে শুরু করে সব অংশের মানুষ ছুটে আসেন এই ভারতরত্ন ক্লাবের পুজো প্রাঙ্গণে।

এবারও যেন তার ব্যতিক্রম হবে না। এ বছর দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরের মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে কাল্পনিক মন্ডপ। যা দর্শনার্থীদের অনেকটাই মুগ্ধ করে দেবে। বহিরাজ্যের শিল্পীরা দিন-রাত এক করে নির্মাণ করছেন বিশালাকার মীনাক্ষী মন্দিরের আদলে প্যান্ডেল। বিগত দিনের মতোই এবারো অন্যান্য ক্লাবগুলিকে টেক্কা দিয়ে অনেকটা আগেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে প্যান্ডেল। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই দিন, রাত এক করে চলছে এখন প্যান্ডেল নির্মাণের কাজ। এবছর ক্লাবের বাজেট ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা। ঘোষণা অনুযায়ী, বাজেট এরকম হলেও, বাস্তবে সেই অংক কিন্তু অনেকটাই বেশি বলে ধারণা। তবে মীনাক্ষী মন্দিরের অনুকরণে কাল্পনিক প্যান্ডেল উপভোগ করতে এবারো রেকর্ড সংখ্যক দর্শনার্থী সামিল হবেন ভারতরত্নের প্রাঙ্গণে, এমনটাই দাবি কর্মকর্তাদের। কর্মকর্তারা জানান, দর্শনার্থীদের সুবিধার্থে এবারও বেশ কিছু পদক্ষেপ রয়েছে। প্রবীণ নাগরিকরা যাতে সহজেই প্যান্ডেল ও প্রতিমা উপভোগ করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে মন্ডপ চত্বরে বলে জানালেন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *