ভারতের সবচেয়ে বড় আইফোন কারখানা, কাজ পাবেন ৬০ হাজার
ত্রিপুরা, ১৭ নভেম্বর : শীঘ্রই ভারতের সর্ববৃহৎ অ্যাপল-এর কারখানা (উৎপাদন ইউনিট) চালু হতে চলেছে তামিলনাড়ুর হোসুরে। বেঙ্গালুরের অদূরে এই কারখানা নিয়ে বড় ঘোষণা করেছেন তথ্য ও প্রযুক্তি এবং টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে। জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানে বক্তৃতা করার সময়, অশ্বিনী বৈষ্ণব বলেন যে রাঁচি এবং হাজারিবাগের কাছে বসবাসকারী ছয় হাজার আদিবাসী মহিলাকে আইফোন তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পাশাপাশি তিনি জানান বেঙ্গালুরুর কাছে চালু হতে চলা কারখানায় ৬০ হাজার কর্মী নিয়োগ পাবেন।
উল্লেখ্য, ভারতে আইফোন তৈরি করার বরাত পেয়েছে টাটারা। হোসুরের কারখানাতে তারাই আইফোন উৎপাদন করবে। অশ্বিনী বলেন, ‘অ্যাপলের আইফোন এখন ভারতে তৈরি হচ্ছে। এবং এর জন্য বেঙ্গালুরুর কাছে হোসুরে ভারতের বৃহত্তম প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। একটি কারখানায় ৬০ হাজার লোক কাজ করবেন। এই ৬০ হাজার কর্মচারীদের মধ্যে প্রথম যে ৬ হাজার কর্মচারী নিয়োগ পাবেন, তাঁরা হলেন রাঁচি এবং হাজারীবাগের কাছে..