ভারতে যক্ষ্মায় মৃত্যু বেড়েছে কমেছে নজরদারি, চিকিৎসা
ত্রিপুরা, ২ নভেম্বর : ভারত ক্ষুধার সূচকে ক্রমশ তলিয়ে যাওয়ায় অপুষ্টি বেড়েছে। অপুষ্টি বেড়ে চলায় তার সঙ্গে ভারতে বেড়েছে যক্ষ্মা। ২০২২ সালের রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও)-র বিশ্বের ক্ষুধার সূচক নিয়ে রিপোর্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বিশ্বের যক্ষ্মার হার নিয়ে রিপোর্টের তথ্যে এই চিত্র প্রকট হয়ে উঠে এসেছে।
বিশেষজ্ঞদের মত, ক্ষুধার সূচক নির্ণয়ে এবং যক্ষ্মা বেড়ে চলার ক্ষেত্রে যে মাপকাঠি দেওয়া হয়েছে, পরিসংখ্যান ও তথ্যে তার কোনও অসংগতি দেখা যায়নি।
উল্লেখ্য, ফাও তার রিপোর্টে জানিয়েছে ক্ষুধার সূচকে ভারত ক্রমশ নিচে তলিয়ে যাচ্ছে। ভারত ২০২২ সালে ক্ষুধার সূচকে ১২৩টি দেশের মধ্যে ১০৭ স্থানে নেমে এসেছে। ২০২১ সালে তা ছিল ১১৬টি দেশের মধ্যে ১০১ স্থানে। ২০২০ সালে তা ছিল ১০৭টি দেশের মধ্যে ৯৪ স্থানে। ক্ষুধা বেড়ে চলার তথ্যে দেখানো হয়েছে বিশ্বে ক্ষুধায় অপুষ্টিতে ভোগা ৮২ কোটি মানুষের মধ্যে ভারতেই রয়েছে অপুষ্টিতে ভোগা 22.4৩ কোটি মানুষ। যা বিশ্বে অপুষ্টিতে আক্রান্ত জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ। প্রধানমন্ত্রী মোদি এই বছরই বহু প্রতিশ্রুতি মতো জানিয়ে দিয়েছিলেন ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূল করা হবে। নির্মূল হওয়া দুরের কথা দেশে তা আরও বেড়ে গেছে। হু তার যক্ষ্মা সংক্রান্ত রিপোর্টে জানাচ্ছে, ভারতে যক্ষ্মা বেড়েছে। তার সঙ্গে ২০২২ সালে যক্ষ্মায় মৃত্যুর..