ভারতে শনাক্ত অতি দ্রুত সংক্রামক ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বি এফ-৭!
ত্রিপুরা, ১৭ অক্টোবর : বর্তমানে চীনে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বি এফ-৭ এবং বিএ-৫-১-৭। চীনের জিরো টলারেন্স নীতির কারণে সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে লকডাউন করা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন ওমিক্রনের ওই সাব ভ্যারিয়েন্টের ট্রান্সমিসিবিলিটি এখনও পর্যন্ত সব থেকে বেশি। এবার ভারতেও তার খোঁজ মিলল।
গুজরাটের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে ভারতে বি এফ-৭-এর প্রথম কেস শনাক্ত করা হয়েছে।
ওমিক্রনের এই ভ্যারিয়েন্ট এখনও পর্যন্ত দ্রুত পরিবর্তনশীল এবং আরও বেশি সংক্রমণের গতি সম্পন্ন বলেই জানা গিয়েছে। ভারতে এখন দৈনিক কোভিড..