ভারত সফর বিশ্বের ষষ্ঠ সফরের মতো : জার্মান বিদেশমন্ত্রী বেয়ারবক
ত্রিপুরা, ৭ ডিসেম্বর : একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক ব্যবস্থা গঠনে ভারতের একটি নিষ্পত্তিমূলক প্রভাব থাকবে, বিশেষ করে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। দু’দিনের সফরে ভারতে এসে বললেন জার্মান বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক। বিগত ১৫ বছরে ৪০০ মিলিয়নেরও বেশি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে ভারতকে চিত্তাকর্ষক হিসাবে বর্ণনা করেছেন তিনি এবং বলেছেন, এটিই দেখায় যে সামাজিক বহুত্ব, স্বাধীনতা এবং গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন, শান্তি এবং স্থিতিশীলতা।
তিনি বলেছেন, ভারত সফর বিশ্বের ষষ্ঠ সফরের মতো।
মানবাধিকারকে শক্তিশালী করার সঙ্গে সঙ্গেই এটি নিয়ে কাজ করাও আমাদের কাজ। বেয়ারবক তাঁর ভারত সফরের একটি বিবৃতিতে বলেছেন। তিনি বলেন, কৌশলগত অংশীদারিত্বের বাইরে আমরা ভারতের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা নীতির সহযোগিতা জোরদার করতে চাই। জার্মান বিদেশমন্ত্রী সোমবারই দিল্লিতে এসেছেন। তিনি জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গেও মিলিত হন।