ভার্চুয়াল মাধ্যমে দেশজুড়ে ডিজিটাল ব্যাঙ্কের উদ্বোধন
ত্রিপুরা, ১৭ অক্টোবর : ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা দেশ জুড়ে একসাথে ৭৫টি ডিজিটাল ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর মধ্যে রাজ্যে রয়েছে দুটি ব্যাংক।
একটি আগরতলায় ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং উদয়পুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে ডিজিটাল শাখায় উন্নীত করা হয়েছে। আগরতলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো বিশিষ্টজনেরা। ব্যাংক পরিষেবাকে আরো উন্নতি করার লক্ষ্যে ব্যাংকগুলিকে ডিজিটাল করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। অত্যাধুনিক এই ব্যবস্থাপনা প্রক্রিয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এরমধ্যেই রবিবার ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের..