ভিলেজ কাউন্সিলের নির্বাচন নিয়ে চর্চা
ত্রিপুরা, ৩১ অক্টোবর : এগিয়ে আসছে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব -শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন। যেকোন সময় ঘোষণা হয়ে যেতে পারে ভিলেজ কমিটির নির্বাচনের দীনক্ষন। এর পরই হয়তোবা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের দিনক্ষন কিছুই বুঝা যাচ্ছে না।
কিন্তু বহু আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সব কয়টি রাজনৈতিক দলের নেতারাই ভোটারদের বিভিন্ন কৌশলে নিজেদের দলে টানতে বদ্ধ পরিকর। শুক্রবার ৪৪নং রাইমাভ্যালী বিধানসভা ক্ষেত্রের গন্ডাছড়া মহকুমার অন্তর্গত বাইগুনফা পাড়ায় রাইমাভ্যালী ব্লক কংগ্রেস -এর উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা। উক্ত সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। সভা শেষে ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা জানান বাইগুনফা পাড়া থেকে বিভিন্ন দল ছেড়ে মোট বারো পরিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দেন।