Feature Newsfleshএই মুহূর্তেভারত

ভোটার আধার লিঙ্ক ভোটার-আধার মামলা সুপ্রিম কোর্টে

ত্রিপুরা, ২ নভেম্বর : ভোটার তালিকার তথ্যের সঙ্গে আধার কার্ডের সংযোগ ঘটাতে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা খতিয়ে দেখতে রাজি হলো সুপ্রিম কোর্ট। বিচারপতি এসকে কল এবং বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়েছে, আধার কার্ড সংক্রান্ত আরও দু’টি আবেদন সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে। সেগুলির সঙ্গে যুক্ত করেই এই আবেদনটিও খতিয়ে দেখা হবে ।

আধার কার্ড সংক্রান্ত আগের দু’টি আবেদনও পেশ করেছিলেন এসজি ভোম্বাতকেরে নামে একজন প্রাক্তন মেজর জেনারেল।

এবারেও তিনি সর্বোচ্চ আদালতে নতুন একটি আবেদন পেশ করে কেন্দ্রের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়েছেন। এবারে তিনি মনে করিয়ে দিয়েছেন, “২০১৯ সালে সুপ্রিম কোর্টের আধার-রায়ে বলা হয়েছিল, একমাত্র সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য আধার কার্ড চাওয়া যেতে পারে। কিন্তু কোন অধিকার অস্বীকার করার জন্য আধার ব্যবহার করা যাবে না।” এরপরেই ভোম্বাতকেরে বলেন, “ভোট দান হলো সর্বোচ্চ পর্যায়ের অধিকার। আধার কার্ড না থাকার কারণে কোনও ব্যক্তিকে ভোট দানে বিরত করা যায় না।” প্রসঙ্গত, আধার কার্ডের সঙ্গে ভোটার তালিকার সংযোগ ঘটাতে এর আগেই ভোটার নথিভুক্তি বিধি সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *