Feature NewsfleshNewsত্রিপুরা

ভোটার তালিকা সংশোধনের সময় বাড়লো ৭ দিন

ত্রিপুরা, ১২ ডিসেম্বর : শুক্রবার ঊনকোটি জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করেন অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও আগামী পনেরো ডিসেম্বর অবধি ভোটার তালিকায় নাম তোলা, মৃত ব্যক্তির নাম বাতিল করা সহ বিভিন্ন দাবি আপত্তি করা যাবে। অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ বলেন, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্যেই ভোটার তালিকায় দাবি আপত্তির দিনক্ষণ আট ডিসেম্বর থেকে বর্ধিত করে পনেরো ডিসেম্বর করা হয়েছে।

চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০২৩ সালের পাঁচ জানুয়ারী।

এছাড়াও তিনি বলেন গোটা ঊনকোটি জেলায় চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৫০ পাবিয়াছড়া এবং ৫১ ফটিকরায় এই দুই বিধানসভা কেন্দ্র তপশিলি জাতিভুক্ত সংরক্ষিত আসন। তাছাড়া,৫২ চণ্ডীপুর ও ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্র দুটি সাধারণ সংরক্ষিত আসন। গোটা ঊনকোটি জেলায় ২২৫টি পোলিং সেন্টার রয়েছে। তাছাড়া জেলায় দুইজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার রয়েছেন। তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য মোট একুশ জন অ্যাসিস্ট্যান্ট ইলেকস্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার রয়েছেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *